ওষুধ সেবন খাবার খাওয়ার আগে, খাবার খাওয়ার সময় না খাবার খাওয়ার পরে করা উচিৎ?
আসলে এই প্রশ্নের কোন সহজ উত্তর নেই।
যদি ডাক্তার আপনাকে খালি পেটে কোন ওষুধ সেবন করতে বলে তাহলে খাবার খাওয়ার ১ ঘন্টা আগে অথবা ২ ঘন্টা পরে ঐ ওষুধ সেবন করা উচিৎ। কারণ অনেক ওষুধ আছে যেগুলো খাবার দ্বারা প্রভাবিত হতে পারে অথবা খাবারের সাথে মিশে ফুড-ড্রাগ মিথস্ক্রিয়া হতে পারে।
যদি ডাক্তার আপনাকে ভরাপেটে কোন ওষুধ সেবন করতে বলে তাহলে খাবারের সাথে অথবা খাবার খাওয়া শেষ করে ঐ ওষুধ সেবন করা উচিৎ। কিছু ওষুধ যেমন ব্যাথানাশক ওষুধ খাবারের সাথে বা খাবার খাওয়া শেষে সেবন করলে সহ্য করা সহজ হয়। কারণ ঐ ওষুধগুলির কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে যেমনঃ অ্যাসিড রিফ্লাক্স, পাকস্থলীর রক্তপাত হতে পারে এমনকি পাকস্থলি ছিদ্র হতে পারে।
কিছু সহজ নিয়ম মেনে নিরাপদে ওষুধ সেবন করতে পারেন:
- ওষুধের সংগে দেওয়া লিফলেটটি ভাল করে পড়ুন এরং যদি আপনি কিছু না বুঝেন বা আরো তথ্যের প্রযোজন হয় তবে ডাক্তার বা ফার্মাসিস্টকে জিজ্ঞাসা করুন।
- আপনি যদি অন্যান ওষুধ সেবন করেন তাহলে অবশ্যই ডাক্তার প্রেসক্রিপসন লেখার আগে ঐ ওষুধ গুলি সম্পর্কে অবহিত করুন ।
- ওষুধের লেবেল বা পাকেজে মুদ্রিত নির্দেশাবলী, সতর্কতা এবং মিথস্ক্রিয়া সর্ম্পকে পড়ুন। এমনকি ওভার-দ্যা কাউন্টার (সাধারন) ওষুধও সমস্যা সৃষ্টি করতে পারে।
- ভরা এক গ্লাস পানির সঙ্গে ওষুধ সেবন করুন।
- যদি ডাক্তার না বলে তাহলে ওষুধকে খাবারে সাথে মিশাবেন না, ট্যাবলেট বা ক্যাপসুলকে চুষে খাবেন না, ভেঙ্গে চূর্ণ করবেন না, কারণ এটি ওষুধের কার্যকারিতা পরিবর্তন করতে পারে।
- ওষুধ গ্রহনের সময় ভিটামিন জাতীয় ওষুধ সেবন করবেন না, কারণ ভিটামিন এবং খনিজ গুলি কিছু ওষুধের সাথে মিথস্ক্রিয়া করতে পারে।
- ওষুধ গরম পানিতে মেশাবেন না, কারণ গরম পানি ওষুধের কার্যকারিতা ধ্বংস করতে পারে।
পরিশেষে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না।
[প্রিয় পাঠক, আপনি যদি হেলথকেয়ার প্রফেশনাল হন তাহলে স্বাস্থ্যসেবা.কম এ লিখতে পারেন। রোগ লক্ষন ও প্রতিকার, ওষুধ, খাবারের গুনাগুন ও স্বাস্থ্য সম্পর্কিত লাইফস্টাইল নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ের ছবিসহ ই-মেইল করুন- write@shasthoseba.com -এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]